রাইমা ও ‘দ্য ভ্যাকসিন ওয়ার’

রাইমা সেন
উপমা পারভীন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৪৪
২০২০ সালের মার্চ মাস থেকে লকডাউনের সময়টা পুরো বিশ্বের কাছে দুঃস্বপ্নের মতো ছিল। মানবসভ্যতার ওপর মরণকামড় বসিয়েছিল করোনাভাইরাস। গৃহবন্দি জীবন, চূড়ান্ত অনিশ্চয়তায় সারাবিশ্বের মানুষ। এ সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন চিকিৎসক, বিজ্ঞানীরা। কেউ দিনের পর দিন হাসপাতালে পড়ে থেকেছেন, কেউ আবার ভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য রাত-দিন এক করে কাজ করে গেছেন। বাস্তব জীবনের এমনই ‘সুপারহিরো’-দের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’।
ছবিটি নির্মাণ করছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিবেকের হাত ধরে বলিউডে ফিরেছেন পশ্চিম বাংলার রাইমা সেন। বিবেকের সঙ্গে জুটি বেঁধে ভ্যাকসিন যুদ্ধে নেমেছেন মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা। আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি।
১৯৯৯ সালে ‘গডমাদার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন রাইমা সেন। এরপর ‘ফানটুশ’, ‘ডুডস ইন দ্য টেনথ সেঞ্চুরি’, ‘পরিণীতা’, ‘দশ’ এবং ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন রাইমা।
নতুন এ সিনেমা প্রসঙ্গে রাইমা বলেন, ‘বিবেক অগ্নিহোত্রী কলকাতায় এলে তাঁর সঙ্গে দেখা করি। আমায় পুরো গল্পটা তিনি শোনান। সেই কঠিন সময়, যা আমরা পার করেছি, গোটা ভারতবর্ষ যা দেখেছে, সেটা তুলে ধরা হবে। এই সিনেমায় আমি একজন সায়েন্স জার্নালিস্টের ভূমিকায় অভিনয় করেছি। যে বিশ্বাস করে– ভারতবর্ষ এটা করতে পারবে না কখনোই।’
রাইমা আরও বলেন, ‘পুরো ছবিতে দেখা যাবে রিসার্চের ওপর ভিত্তি করে সেই সাংবাদিক সব তথ্য তুলে ধরছেন। এ রকম নয় যে, সবাই যা বলছেন, সেটাই সাংবাদিকও তুলে ধরছেন। আমি মনে করি, এ ছবিটা ইতিহাস তৈরি করবে। পুরো ভারতবাসী ছবিটা দেখবে। ভারতবাসী হিসেবে গর্ববোধ করবে এটুকু বলতে পারি।’ ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমায় আরও অভিনয় করেছেন নানা পাটেকর।
- বিষয় :
- রাইমা সেন
- দ্য ভ্যাকসিন ওয়ার