অভিনয়-নির্মাণ কমিয়ে দেওয়ার কারণ জানালেন লাভলু

সালাহউদ্দিন লাভলু
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৪ | ১৩:২৬
অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলুকে ঈদ আয়োজনে অভিনয় ও নির্মাণে দেখা যায়। এবার ঈদ আয়োজনে অভিনয় নিয়ে থাকছেন না তিনি। তাঁকে দেখা যাবে নির্মাণে। অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন নাটক ‘পোকা দিয়ে পোকা ধরা’। এটি রচনা করেছেন নন্দিত নাট্যকার মাসুম রেজা।
আগামী ১৩ ও ১৪ জুন নাটকটির দৃশ্য ধারণ হবে গাজীপুরের পুবাইলসহ আশপাশ এলাকায়। নাটকটিতে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করবেন নায়েমা আলম মাহা, ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, তুষার খানসহ অনেকে।
সালাহউদ্দিন লাভলু বলেন, “পোকা দিয়ে পোকা ধরা’ নাটকের গল্প অসাধারণ। ঈদ আয়োজনে দর্শক যে ধরনের নাটক দেখতে চায়, এটি তেমনই। টাকা ইনভেস্ট করে টাকা ফেরত নেওয়ার বিষয় নিয়ে এ নাটকর গল্প। চঞ্চলের সঙ্গে আমার রসায়ন অনেক পুরোনো। তাঁর অভিনয় গুণ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তাঁর নাটকের আলাদা দর্শক তৈরি হয়েছে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।”
দীর্ঘদিন ধরে পরিচালনা ও অভিনয় কমিয়ে দিয়েছেন লাভলু। ঈদে শুধু একটি নাটক পরিচালনা ছাড়া আর কিছুই করছেন না তিনি। কাজ কমিয়ে দেওয়া প্রসঙ্গে লাভলু আরও বলেন, ‘ভালো স্ক্রিপ্ট পাচ্ছি না বলে পরিচালনা ও অভিনয় কমিয়ে দিয়েছি। ভালো স্ক্রিপ্টের সন্ধানে আছি। ঈদের পরে হয়তো নতুন কিছু করার জন্য চেষ্টা করব।’
- বিষয় :
- সালাহউদ্দিন লাভলু
- চঞ্চল চৌধুরী