যুক্তরাষ্ট্রে সফর দিয়ে ওয়ারফেজের উদযাপন শুরু

ব্যান্ড ওয়ারফেজ সদস্যরা
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ১৭:২৮
গানের ভুবনে পথচলার চার দশক পূর্ণ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ওয়ারফেজ। চলতি বছর ৫ জুন চার দশকের মাইলফলক স্পর্শ করেছে রক-মেটাল ঘরানার এই ব্যান্ড। জনপ্রিয়তা ধরে রেখে দীর্ঘ এই সংগীত সফরকে স্মরণীয় করে রাখতে চান ওয়ারফেজ সদস্যরা। সে লক্ষ্যে দেশ-বিদেশে কনসার্টের পাশাপাশি অ্যালবাম ও স্যুভেনিয়র প্রকাশনা ছাড়াও বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। ওয়ারফেজের সদস্যরা জানান, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর দিয়ে শুরু হবে তাদের চার দশক পূর্তির উদযাপন।
দুই মাসের এই সফরে তারা ডালাস, হিউস্টন, অস্টিন, মিনেসোটা, আটলান্টাসহ যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি রাজ্যে কনসার্ট করবেন। দেশে বর্ণাঢ্য আয়োজনে ব্যান্ডের রিইউনিয়নের পরিকল্পনা রয়েছে। এ আয়োজনে দলের বর্তমান সদস্যদের পাশাপাশি পুরোনো সদস্যরা উপস্থিত থাকবেন। রিইউনিয়নের পর কয়েকটি দেশে ধারাবাহিকভাবে কনসার্ট করার পরিকল্পনাও রয়েছে তাদের।
এ নিয়ে ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য, ড্রামার ও দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘গানে গানে ওয়ারফেজ ৪০ বছরের পথ অতিক্রম করে ফেলেছে– এটা ভাবলেই অন্য রকম এক ভালো লাগায় মনটা ছেয়ে যাচ্ছে। এটা একদিক থেকে যেমন আনন্দের, তেমনই বিস্ময়েরও। কেননা, সংগীতের মান ধরে রেখে এতটা পথ পাড়ি দেওয়া মোটেও সহজ নয়। বিশেষ করে যে দেশে ব্যান্ড সংগীতের প্রতিষ্ঠার জন্য একটা সময় রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। নিরীক্ষা আর অনবদ্য আয়োজন দিয়েই দেশীয় ব্যান্ডগুলো শ্রোতার মনে জায়গা করে নিয়েছে। আর ওয়ারফেজ হাতেগোনা সেই কয়েকটি ব্যান্ডের একটি, যারা চার দশকের দীর্ঘ সফর অব্যাহত রাখতে পেরেছে। আমরা কৃতজ্ঞ সেই সব ভক্ত-শ্রোতার কাছে, যাদের ভালোবাসা আমাদের এতটা পথ পাড়ি দেওয়ার প্রেরণা জুগিয়েছে।’
এদিকে ব্যান্ডের ৪০ বছর পূর্তি উপলক্ষে শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে তাদের জনপ্রিয় গানের রিমেক অ্যালবাম ‘পথচলা-২’। এরই মধ্যে এই অ্যালবামের তিনটি গান ‘হারিয়ে তোমাকে’, ‘আলো’ ও ‘অন্ধ জীবন’ ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। যা শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
রিমেকের জন্য এই গানগুলো বেছে নেওয়া হয়েছে ওয়ারফেজের ‘মহারাজ’, ‘আলো’ ও ‘অবাক ভালোবাসা’ অ্যালবাম থেকে। পাশাপাশি চলতি বছর অনলাইন সংগীতায়োজন ‘কোক স্টুডিও বাংলা’তে নতুন সংগীতায়োজন ও ভিন্ন আঙ্গিকে ‘অবাক ভালোবাসা’ গানের পরিবেশনা তুলে ধরা হয়েছিল। এই অভিনব পরিবেশনা অসংখ্য দর্শক-শ্রোতার প্রশংসা কুড়িয়েছে।
প্রসঙ্গত, ১৯৮৪ সালের ৫ জুন গানের ভুবনে আত্মপ্রকাশ করে ওয়ারফেজ। এরপর একে একে আটটি ব্যান্ড অ্যালবাম এবং বেশ কিছু মিক্সড অ্যালবাম ও একক গান প্রকাশ করে জয় করেছে অগণিত শ্রোতার হৃদয়।
- বিষয় :
- ওয়ারফেজ
- ব্যান্ড দল
- সংগীতশিল্পী