ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘ধুম ৪’-এ খল চরিত্রে রণবীর!

‘ধুম ৪’-এ খল চরিত্রে রণবীর!

রণবীর কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৩৪ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:১৪

লাগাতার ফ্লপের পর ‘অ্যানিম্যাল’ সিনেমা দিয়ে রণবীর কাপুরের বৃহস্পতি তুঙ্গে! একের পর এক বিগ বাজেট প্রজেক্টের মুখ তিনি। নীতেশ তিওয়ারির মেগাবাজেট ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় রণবীরের ফাঁস হওয়া লুক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। রঘুনন্দন হওয়ার জন্য অবশ্য কম কসরত করেননি তিনি।

শনিবার রণবীর কাপুরের ৪২তম জন্মদিনে আরও চমক! ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর কাপুর।

মাসখানেক ধরেই শোনা যাচ্ছে, বহুল চর্চিত ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’র চতুর্থ পর্বের প্রস্তুতি তুঙ্গে। এই ছবি নিয়ে বলিউডের অন্দরেও কৌতূহলের অন্ত নেই। মুখ্য চরিত্রে কোন সুপারস্টারকে এবার তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে যশরাজ ফিল্মস? সেটাই দেখার অপেক্ষায় দর্শক অনুরাগীরা। 

এর আগে শাহরুখ খানের পাঠান, জাওয়ান পারফরম্যান্স দেখে কিং খানকে কাস্ট করার কথা শোনা গিয়েছিল। তারপর সেই তালিকায় দক্ষিণী সুপারস্টার সূর্যর নামও শোনা যায়। তবে রণবীর কাপুরের জন্মদিনেই সত্যিটা প্রকাশ হল।

বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে রণবীরের। ‘ধুম ৪’-এর প্রাথমিক গল্প শুনে কাপুরনন্দন নিজে থেকেই অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। প্রযোজক আদিত্য চোপড়ারও এক্ষেত্রে পয়লা পছন্দ রণবীর কাপুর। 

‘ধুম’ সিরিজের ছবিতে খল চরিত্রদের কেন্দ্র করে দর্শকের সবসময়েই বাড়তি কৌতূহল থাকে। এর আগে সেই একই চেয়ারে বসে বক্স অফিস কাঁপাতে দেখা গিয়েছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানদের। এবার সেই ব্লক ব্লাস্টার সিনেমার লিগ্যাসি বহন করবেন রণবীর কাপুর। তবে এত চমকের মাঝে একটা দুঃসংবাদও রয়েছে! এবারের সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় আর অভিষেক বচ্চনকে দেখা যাবে না। উদয় চোপড়া আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে ফেলেছেন।

শোনা যাচ্ছে, পরিবর্তে দুই পুলিশ অফিসারের চরিত্রের জন্য যশরাজ ফিল্মসের তরফে প্রস্তাব গিয়েছে বলিউডের নবীন প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতার কাছে। যশরাজের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর যাত্রা শুরু হয় ২০০৪ সালে।

আরও পড়ুন

×