ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রিন্স মাহমুদের গানে নতুনভাবে ইমরান-কনা

প্রিন্স মাহমুদের গানে নতুনভাবে ইমরান-কনা

প্রিন্স মাহমুদ, কনা ও ইমরান

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ১৪:২৫

প্রিন্স মাহমুদের সুরে আগেও বেশ কিছু গান গেয়েছেন ইমরান ও কনা। সেসব গানের সুবাদে অনেকের প্রশংসাও কুড়িয়েছেন। তবে এবার এই দুই শিল্পীকে শ্রোতারা নতুনভাবে আবিষ্কার করলেন ‘জংলি’ সিনেমার ‘বন্ধুগো শোনো’ গানে।

‘এ আমার কী হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল, এমন তো হয়নি আগে/ বাতাসের শিষ কথা ফিসফিস, সেও তোমারই, এই দোটানা জানছো না, সেও তোমারই/বন্ধুগো শোনো, তুমি ছাড়া আমি, আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন নন্দিত গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ।

একই সঙ্গে মোলো-রোমান্টিক এই গানটির সুর ও সংগীত প্রযোজনাও করেছেন তিনি। গতকাল টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এর পরই শ্রোতাদের মাঝে দারুণভাবে সাড়া ফেলতে শুরু করেছে গানটি।

সংগীতপ্রেমীরা ক্রমাগত গানটি শোনার পাশাপাশি নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরা শুরু করেছেন। সেই প্রতিক্রিয়ায় গানের শ্রষ্টা প্রিন্স মাহমুদের অনবদ্য সৃষ্টির পাশাপাশি উঠে আসছে শিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনার গায়কীর প্রশংসা। তারপরও এ আয়োজন নিয়ে প্রিন্স মাহমুদের কথায় নেই কোনো বাহুল্য।

স্বল্পভাষী এই সুরকার শুধু একটুকুই বলেছেন, ‘অভিনেতা সিয়াম, পরিচালক রাহিম থেকে শুরু করে ‘জংলি’ টিমের অনেকের চাওয়া ছিল, এবার যেন, নব্বই দশকের সিনেমার মিষ্টি সুরের নিটোল প্রেমের গানগুলোর মত একটা ডুয়েট গান তৈরি করি। তাদের সেই প্রত্যাশা পূরণে আমার মত করে ‘বন্ধুগো শোনো’ গানটি তৈরি করেছি। আশা করছি, গানটি ভালো লাগবে।’

শিল্পী ইমরানের কথায়, “বন্ধু গো শোনো’’ এমন একটি গান, যা শ্রোতাদের মুগ্ধতার আবেশে অন্য এক জগতে নিয়ে যাবে ।

শিল্পী দিলশাদ নাহার কনা বলেন, “সময়কে ছাপিয়ে যাওয়ার মতো আরকেটি অসম্ভব সুদার গান ‘বন্ধুগো শোনো’। যার শ্রষ্টা প্রিন্স মাহমুদ। তার পক্ষেই এমন অনবদ্য আয়োজন সম্ভব, যা শ্রোতা মনে দীর্ঘদিন অনুরণন তুলে যাবে বলেই আমাদের বিশ্বাস।”

প্রসঙ্গত, ‘জংলি’ সিনেমার জন্য মোট চারটি গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। এটি প্রথম কোনো সিনেমা যার সব গানের সুর তার করা। এর আগে প্রকাশিত হয়েছে ‘জংলি’ সিনেমার প্রথম গান ‘জনম জনম’।

দ্বৈত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। এই গানটিও অল্প সময়ের ব্যবধানে শ্রোতাদের মনোযোগ কেড়ে নিয়েছে।

আরও পড়ুন

×