ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

'ক্যাশ' পিছিয়ে এগিয়ে এলো 'মাসুদ রানা'

'ক্যাশ' পিছিয়ে এগিয়ে এলো 'মাসুদ রানা'

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০ | ০৩:২৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ | ০৩:৪১

'মাসুদ রানা' ও 'ক্যাশ' নামের দুটি ছবি নির্মাণ করছেন পরিচালক সৈকত নাসির। এর মধ্যে নতুন বছরের এপ্রিলে ‌'মাসুদ রানা'র শুটিং শুরুর কথা জানিয়েছিলেন পরিচালক। আর 'ক্যাশে'র শুটিং শুরুর কথা ছিল ৩ জানুয়ারি। রোববার সমকালের সঙ্গে আলাপে পরিচালক সৈকত নাসির জানালেন, ছবি দুটির শুটিংয়ের তারিখ বদলের তথ্য। নতুন শিডিউলে জানুয়ারিতে শুরু হবে 'মাসুদ রানার' শুটিং। আর 'ক্যাশ' শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহে। 

'মাসুদ রানা' ছবিতে মূল ভূমিকায় থাকছেন বাংলাদেশে ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন রাসেল রানা। তার সঙ্গে নায়িকা কে হচ্ছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। অন্যদিকে 'ক্যাশ' ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে হাজির হচ্ছেন চিত্রনায়ক নিরব হোসাইন ও পূজা চেরী।

সম্প্রতি মা হারিয়েছেন নায়ক নিরব। তাই মানসিকভাবে ভালো অবস্থায় নেই তিনি। এই অবস্থায় 'ক্যাশ' নিয়ে  শুটিংয়ে যাওয়া ঠিক হবে না উল্লেখ করে ছবিটির শুটিং চারমাস পেছানোর কথা জানালেন পরিচালক। অন্যদিকে মার্চে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এগিয়ে আনা হলো 'মাসুদ রানা' ছবির শুটিংয়ের তারিখ।

সৈকত নাসির বলেন, 'ক্যাশ এর শুটিং শুরু করতে চেয়েছিলাম জানুয়ারির শুরুতে। কিন্তু ছবির নায়ক নিরবের মা মারা গেলেন সম্প্রতি। মা হারানো একজন ছেলের পক্ষে খুবই বেদনার। এই মুহূর্তে নিরবকে সময় দেয়া দরকার। মানবিকবোধ থেকেই আমরা শুটিং পিছিয়ে দিচ্ছি। আশা করি, এই সময়ের মধ্যে নিরব আবার স্বাভাবিক হয়ে উঠতে পারবেন। আর মাসুদ রানার সব প্রস্তুতি শেষ। তাই ছবিটির শুটিং এগিয়ে এনে জানুয়ারিতেই শুরু করতে যাচ্ছি।'

পরিচালকের কথায়, মাসুদ রানার সকল প্রস্তুতি শেষ হয়েছে। সেক্ষেত্রে ছবিতে মাসুদ রানার নায়িকা সোহানা চরিত্রে কাকে নেওয়া হচ্ছে- এমন প্রশ্নের মুখে নাসির বলেন, 'বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্ডিমিডিয়ার এখতিয়ারে রয়েছে। এ বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। তবে শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান জানাবে এটি।'

কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে ‘মাসুদ রানা’র চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা, আবদুল আজিজ ও আসিফ আকবর। তবে চিত্রনাট্যের জন্য আরও কাজ করছে হলিউডের একটি দল। এছাড়া সিআইএ’র প্রাক্তন একজন এজেন্ট মাসুদ রানা প্রজেক্টে উপদেষ্টা হিসেবে থাকছেন। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার লাইন।

এদিকে ‘ক্যাশ’ পুরোপুরি মাস্টারমাইন্ড টাইপের কনটেন্ট বলে জানালেন পরিচালক, তবে ছবির গল্প সম্পর্কে আগে থেকেই ধারণা দিতে রাজি নন তিনি। ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' সুন্দরী এভ্রিলের। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন এল আর খান সীমান্ত, ফারহান খান রিও ও জন জাহিদ। সিনেমাটির গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান।

আরও পড়ুন

×