'পৃথিবীর সব সুখ পাওয়ার যোগ্য তুমি'

প্রিয়াঙ্কা চোপড়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০১:৩৩ | আপডেট: ১৯ জুলাই ২০২১ | ০৩:৫৩
১৮ জুলাই ছিল বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার ৩৯ তম জন্মদিন। এদিন ভক্ত-অনুরাগীর পাশাপাশি প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী নিক জোনাসও। স্বামীর আবেগঘন সেই পোস্টটি প্রিয়াঙ্কার দিনটি আরও বিশেষ করে তুলেছে।
স্ত্রীর জন্মদিনে নিক জানিয়েছেন প্রিয়াঙ্কার প্রতি তার ভালোবাসার কথা। প্রিয়াঙ্কার পাশাপাশি নিকের সেই আবগেঘন পোস্ট মন কেড়েছে নেটিজেনদের।
স্ত্রীর জন্মদিনে নিক প্রিয়াঙ্কার ছোটবেলার ছবির পাশাপাশি তার ভাইয়ের বিয়ের অ্যালবাম থেকে স্ত্রীর ছবি পোস্ট করেছেন। তাতে লিখেছেন, শুভ জন্মদিন আমার ভালবাসা। পৃথিবীর সব সুখ পাওয়ার যোগ্য তুমি। আজ এবং প্রতিদিন। ভালবাসি তোমায়। ইতিমধ্যেই পোস্টটি প্রায় ৯ লাখ লাইক পেয়েছে।
দুটি ছবিতেই প্রিয়াঙ্কার পরনে দেখা গেছে প্যাস্টেল গোলাপি রঙের পোশাক। ছোটবেলার ছবিতে পরে আছেন লেহেঙ্গা। আর নিকের ভাইয়ের অনুষ্ঠানে পরে আছেন শাড়ি।
গত জানুয়ারি থেকে লন্ডনেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। জন্মদিনটাও সেখানেই কাটালেন তিনি।
- বিষয় :
- প্রিয়াঙ্কা চোপড়া
- বলিউড অভিনেত্রী
- নিক জোনাস