জন্মদিনে শাহরুখের বাড়ির সামনে ভক্তদের ভিড়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২১ | ০১:৪৩ | আপডেট: ০২ নভেম্বর ২০২১ | ০১:৪৩
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৫৬ তম জন্মদিন আজ। প্রতি বছরই এ দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শাহরুখ খানের ভক্তরা। পছন্দের অভিনেতার জন্মদিন আরও বিশেষ করে তুলতে তাদের যেন চেষ্টার শেষ থাকে না। এবারও তার ব্যতিক্রম হয়নি। সোমবার মধ্যরাত থেকে মুম্বাইয়ে শাহরুখের বাড়ি 'মান্নাতে'র সামনে ভিড় করেছেন ভক্তরা।
এবারের জন্মদিন অবশ্য শাহরুখ খানের কাছেও একটু অন্যরকম। মাকদসহ বড় ছেলে আরিয়ান খানের আটক-গ্রেপ্তার মিলিয়ে খুব খারাপ সময় পার করেছেন কিং খান ও তার পরিবার। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন আরিয়ান। শাহরুখের মুখেও ফিরেছে হাসি। জন্মদিনের উৎসব তাই তার কাছে বিশেষ হয়েই ধরা দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মাঝরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় করেছেন ভক্তরা। রাত বারোটা বাজতেই সমবেতভাবে গাওয়া হয়েছে ‘হ্যাপি বার্থ ডে’। বেশ কিছু ভিডিও এর মধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এতে দেখা যাচ্ছে, রাতেই মান্নাতের বাইরে এত ভিড় হয়েছে যে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। পুলিশ জড়ো হওয়া ভক্তদের সরিয়ে গাড়ি যাওয়ার রাস্তা করে দিচ্ছেন।
প্রতি বছরই মান্নাতের ছাদ থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখ। ছোট ছেলে আব্রামও থাকে তার সাথে থাকে মাঝে মাঝে। এর আগে আরিয়ান বা সুহানাকে নিয়েও আসতেন তিনি মান্নাতের ছাদে।
তবে, এবার শাহরুখের জন্মদিন নিয়ে কিছুটা দোটানায় রয়েছেন ভক্তরা। তাদের ভয়, আরিয়ান-বিতর্কের পর দেখা দেবেন তো তিনি। কারণ, ছেলে গ্রেপ্তার হওয়ার পর থেকে নিজেকে লোকচক্ষুর অড়ালেই রেখেছেন শাহরুখ।
আপাতত মান্নাতের বাইরে জড়ো হওয়া ভক্তরা তাকিয়ে আছেন বাড়িটির দিকে। কখন তাদের স্বপ্নের অভিনেতা আসবেন, তাদের উদ্দেশ্যে হাত নাড়বেন আর তারা মেতে উঠবেন আনন্দে সেই আশায়।
- বিষয় :
- শাহরুখ খান
- জন্মদিন
- বলিউড সুপারস্টার
- মান্নাত