ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সংগীতশিল্পী মিলার বিচার শুরু

সংগীতশিল্পী মিলার বিচার শুরু

মিলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১ | ১০:৫০ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১ | ১০:৫০

অ্যাসিড হামলার অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী মিলা ও তার সহকারী পিটার কিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া রোববার অভিযোগ গঠনের এ আদেশ দেন। ঢাকার অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে হাজির ছিলেন মিলা ও পিটার কিম। দুজনই আদালতের কাছে নিজেদের নির্দোষ বলে দাবি করে ন্যায়বিচার চান।

অ্যাসিড হামলার অভিযোগে মিলার বিরুদ্ধে ২০১৯ সালের ৪ জুন মামলা করেন তার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। মামলায় মিলার সহকারী পিটার কিমকেও আসামি করা হয়। মামলাটি তদন্ত করে গত বছরের ৩০ ডিসেম্বর মিলা ও কিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আরও পড়ুন

×