ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইশো 'অল থিংস ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র' ক্যাম্পেইন শুরু

ইশো 'অল থিংস ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র' ক্যাম্পেইন শুরু

‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২২’-এর মঞ্চে বিশেষ পরিবেশনা গীতিনৃত্যাভিনয় ‘প্রকৃতি বিচিত্রা’ মঞ্চস্থ হয়

--

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২ | ১৮:০০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ | ০৯:৩৩

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ইশো 'অল থিংস ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র' ক্যাম্পেইন শুরু করেছে। ইশোর ইন-হাউস ইন্টেরিয়র সার্ভিস ইশো ডিজাইন স্টুডিওর সহযোগিতায় এই ক্যাম্পেইনে ক্রেতারা গৃহসজ্জায় বিশেষজ্ঞের পরামর্শসহ বিশেষ ডিসকাউন্টে ফার্নিচার কিনতে পারবেন। ১৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিবার ইশো ফার্নিচার কিনে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে ডিজাইন স্টুডিও প্ল্যান গ্রহণ করতে পারবেন। 'অল থিংস ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র' ক্যাম্পেইনের মাধ্যমে নবদম্পতিরা নিজেদের নতুন বাড়ি নতুন রূপে সাজাতে নান্দনিক সব ফার্নিচারসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে যাঁরা নিজেদের বাড়ি আধুনিক রূপে সাজাতে চান, তাঁরাও এই ক্যাম্পেইন থেকে চমৎকার কিছু আইডিয়া নিতে পারবেন। া

আরও পড়ুন

×