নেপথ্যের কুশীলব

সাদিয়া মুনমুন
প্রকাশ: ২১ জুন ২০২৩ | ১৮:০০
ঈদ আয়োজন জমকালো করে তুলতে শিল্পীদের পাশাপাশি নেপথ্যের মানুষের অবদান কোনো অংশেই কম নয়। তাঁদের সৃষ্টি দর্শক-শ্রোতার মনে ছাপ ফেলার পরও আলোচনা হয় শুধু শিল্পীদের নিয়ে। আড়ালেই থেকে যায় পেছনের মানুষের অবদানের কথা। এবার ঈদের বেশ কিছু নাটক, সিনেমা ও গানের আয়োজন নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।
নন্দিত নাট্য নির্মাতা সালাহউদ্দিন লাভলু এবার ঈদের জন্য দুটি নাটক নির্মাণ করেছেন। সে তালিকায় আছে মামুনুর রশীদের রচিত ‘কাক জোছনা’ ও কাজী শাহেদুল ইসলামের গল্প নিয়ে নির্মিত নাটক ‘কার বিয়ে কে করে’। সালাহউদ্দিন লাভলুর কথায়, ‘নিখাদ বিনোদনের পাশাপাশি একটি মেসেজ দেওয়ার ভাবনা থেকেই নাটক নির্মাণ করি। হাস্যরসাত্মক গল্পের ঘটনাও যেন অতিরঞ্জিত মনে না হয়, সেদিকেও খেয়াল রাখি। সেই ভাবনা থেকেই এবারের ঈদ নাটকের কাহিনি নির্বাচন করেছি।’
চিত্র নির্মাতা হিমেল আশরাফ তাঁর ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণে একদিকে যেমন নিরীক্ষা চালিয়েছেন, তেমনি চেষ্টা করেছেন সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে। ছবির প্রথম ঝলক থেকে শুরু করে পোস্টারেও তার প্রমাণ রাখার চেষ্টা করেছেন; যা নিয়ে নেটদুনিয়ায় চলছে প্রশংসা আর আলোচনার ঝড়। এই নির্মাতার কথায়, “অনেক প্রতিবন্ধকতার পরও সিনেমা নির্মাণে আমরা যে পিছিয়ে নেই, তার উদাহরণ হতে পারে ‘প্রিয়তমা’। এখন শুধু তা প্রমাণের অপেক্ষা।” চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি তাঁর প্রতিটি কাজ নিয়েই দর্শক প্রশংসা কুড়িয়েছেন।
এবার রীতিমতো আলোচনার ঝড় উঠেছে তাঁর মুক্তি প্রতীক্ষিত ছবি ‘সুড়ঙ্গ’ নিয়ে। রাফির কথায়, ‘সুড়ঙ্গ একটি সময়ের গল্প। বাহির ও গহিনের মানুষকে চেনানোর কাহিনি; যা বিনোদনের পাশাপাশি ঘটনাবহুল জীবন নিয়ে দর্শককে ভাবিয়ে তুলবে বলেই বিশ্বাস করি।’ সিনেমা ছাড়াও ‘সুড়ঙ্গ’ ছবির ‘কলিজা আর জান’ গানটি নিয়ে চলছে তুমুল আলোচনা। কনার গাওয়া এই গানের স্রষ্টা আরাফাত মহসিন নিধি। যিনি বরাবরই আড়ালে থেকে ভিন্ন ধাঁচের সংগীত সৃষ্টি করে যাচ্ছেন। তবে এবার আয়োজনটি যে একেবারেই ভিন্ন, তা স্বীকার করেছেন এই সংগীত আয়োজক নিজে। কারণ, এ গানের সংগীতায়োজনে অসংখ্যবার ভাঙা-গড়ায় খেলায় তাঁকে মেতে উঠতে হয়েছে। একইভাবে শিল্পী ও সংগীত আয়োজক ইমরানকে এক রকম পরীক্ষার ময়দানে নামতে হয়েছে ‘প্রহেলিকা’ ছবির ‘মেঘের নৌকা’ গানটি তৈরি করতে গিয়ে।
শিল্পী কোনালের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া গানটি নিয়ে ইমরান বলেন, ‘সিনেমার গান তৈরি হয় গল্প ও চরিত্রের উপস্থাপনাকে কেন্দ্র করে। যে জন্য প্লেব্যাক ও সংগীতায়োজন সব সময়ই চ্যালেঞ্জিং। এই মেলো-রোমান্টিক গানটির জন্য তাই অনেক শ্রম ও ঘাম ঝরাতে হয়েছে।’
ইমরানের গানের মতো ছোট পর্দার আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমির কাজ নিয়ে যে সবার আগ্রহের কমতি নেই, তার প্রমাণ বহুবার পাওয়া গেছে। এবারের ঈদের জন্য নির্মিত টেলিছবি ‘ফিমেল-৩’ ও ‘কিডনি’ দেখার জন্য দর্শক প্রতীক্ষার প্রহর গোনা শুরু করেছেন। অমির কথায়, যে কোনো কাজের সিক্যুয়াল নির্মাণ ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং।
সে কথা মাথায় রেখেই ‘ফিমেল-৩’ নির্মাণ। ‘কিডনি’ নির্মাণেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কারণ, দর্শক প্রত্যাশা পূরণই যেখানে শেষ কথা, তখন তো কোনো কিছু নিয়েই সমঝোতা চলে না।’
- বিষয় :
- ঈদ আয়োজন
- সালাহউদ্দিন লাভলু
- ঈদের নাটক
- ফিমেল-৩