ববির এই সময়

ইয়ামিন হক ববি
সাদিয়া মুনমুন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ২০:১৭ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ২০:১৭
‘সিনেমার গল্পে কখনও কখনও নির্মম বাস্তবতার চিত্রও উঠে আসে; যা দর্শক মনে আঁচড় কাটে; ভাবিয়ে তোলে আমাদের জীবনধারা নিয়ে। ‘বৃদ্ধাশ্রম’ তেমনই এক গল্পের সিনেমা, যা দর্শককে যাপিত জীবনের সত্যিটাকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ করে দেবে। সামনে তুলে আনবে কিছু প্রশ্ন– আমরা কি এতটাই অসহায় যে বয়স্ক মা-বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠালেই নয়? বৃদ্ধাশ্রমে পাঠানোর পর কখনও ভাবি, সন্তান-পরিজন ছাড়া কেমন কাটছে তাদের শেষ জীবন?
সত্যি বলতে কি, এই প্রশ্নগুলো আমার মনেও নাড়া দিয়েছিল, যখন ‘বৃদ্ধাশ্রম’ সিনেমার গল্প পড়ি। তাই এতে অভিনয় নিয়ে বেশি কিছু ভাবিনি।’ সদ্য মুক্তি পাওয়া ‘বৃদ্ধাশ্রম’ ছবি নিয়ে এ কথাগুলোই বলে গেলেন তারকা অভিনেত্রী ইয়ামিন হক ববি। যাকে দর্শক গ্ল্যামার চরিত্রেই দেখে অভ্যস্ত, এবার সেই ববি নিজেই পর্দায় নিজেকে তুলে ধরলেন ভিন্নরূপে। এসডি রুবেল পরিচালিত ও অভিনীত এ ছবিটি এরই মধ্যে সিনেমাবোদ্ধাদের আলোচনার বিষয় হয়ে উঠেছে। আলোচনার মূল বিষয়ই হলো এর গল্প নির্বাচন। পাশাপাশি অনেকে ববি ছাড়াও সৈয়দ হাসান ইমাম, প্রবীর মিত্র, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠুসহ অভিনয়শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছেন। ববির কথায়, ‘দর্শকের এই আলোচনা, প্রশংসা– এটাই হলো কাজের আত্মতৃপ্তি। অভিনয় জীবন তখনই সার্থক হয়ে ওঠে যখন অভিনীত কাজগুলো নিয়ে আলোচনা হয়, দর্শক তাদের ভালো লাগার কথা প্রকাশ করেন। সে কারণেই স্রোতে গা না ভাসিয়ে চেষ্টা করে যাচ্ছি এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হতে, যা অনেকের মনে ছাপ ফেলবে।’ ববির এ কথার সঙ্গে অনেকেই একমত হবেন তাঁর সাম্প্রতিক কাজের তালিকায় নজর দিলে। শিগগিরই মুক্তি পেতে যাওয়া এ অভিনেত্রীর ‘ময়ূরাক্ষী’ ছবিটি নিয়েও অনেকের কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। রাশিদ পলাশ পরিচালিত এ ছবির পোস্টার প্রকাশের পর থেকেই মূলত আলোচনা শুরু। কারণ, সেখানে ববিকে নতুন অবয়বে তুলে ধরা হয়েছে। এর বাইরেও ববি আলোচনায় এসেছেন প্রযোজক ও গল্পকারের খাতায় নাম লিখিয়ে। এ অভিনেত্রীর গল্প নিয়ে পরিচালক সৈকত নাসির নির্মাণ করছেন ‘মাস্টারমাইন্ড’ নামের থ্রিলার ছবি। প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন ববি। এই সবকিছু মিলিয়ে সিনেমা জগতে ববির এ সময়টা আরও বর্ণময় হয়ে উঠেছে।
- বিষয় :
- ইয়ামিন হক ববি