চলছে ছুটি কাটছে ছুটি আনন্দে
গপ্পো

ফড়িং গ্যালারি
জান্নাতুল
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ২৩:৩৩
চৌদ্দই এপ্রিল পহেলা বৈশাখ। এই দিন আমরা বাংলা নববর্ষ উদযাপন করি। বাংলা নববর্ষ এমন একটা উৎসব যা সব ধর্মের মানুষ পালন করে। এই দিন সবাই লাল ও সাদা রঙের পোশাক পরে। এবার আবার বৈশাখের আগে এলো ঈদ; ঈদ তো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। কতো মজা করেছি ঈদে!
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পাই। সেই সঙ্গে এটাও নিশ্চয়ই জানো যে, ১০ই এপ্রিল গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এই সরকার ১৭ই এপ্রিল কুষ্টিয়া জেলার বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে শপথ গ্রহণ করে। পরবর্তীতে বৈদ্যনাথতলার নাম হয় মুজিবনগর। তাই স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারকে মুজিবনগর সরকারও বলা হয়। বর্তমানে মুজিবনগর একটা উপজেলা। এটা মেহেরপুর জেলার অন্তর্গত। সুযোগ পেলে সেখানে ঘুরে এসো। আমিও যেতে চাই!
এপ্রিলে আমরা পেয়েছি দীর্ঘ ছুটি। এই ছুটিতে সবাই মনের আনন্দে নিশ্চয়ই ঘুরাঘুরি করছো। আমি তো বেড়ানোর মধ্যেই আছি। সেই সঙ্গে আম তো খাচ্ছিই। যদিও কাঁচা; তবু খেতে মন্দ লাগছে না! সে যাক, সবাইকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থেকো সবাই।
n বয়স : ১+২+৩+৪ বছর; পঞ্চম শ্রেণি, উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল
- বিষয় :
- গ্যালারি