ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আয়োজন

ব্রেইন গেম

ব্রেইন গেম

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪ | ২৩:৪৪

হরলিক্স-এর নাম তো সবাই জানো। এই হরলিক্স যারা খায় কিংবা হরলিক্স যারা চেনে তাদের জন্য আয়োজন–‘হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড’। 
মূলত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এই হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। এবার সারাদেশ থেকে ২২ হাজারের বেশি শিক্ষার্থী মানসিক দক্ষতা বাড়ানোর জন্য কুইজ এবং ব্রেইন গেমস চ্যালেঞ্জে অংশ নেয়। অনলাইন প্রিলিমিনারি রাউন্ডের পর, আঞ্চলিক রাউন্ডগুলো চট্টগ্রাম, রংপুর, খুলনা, ঢাকা ও ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। প্রতিটি অঞ্চল থেকে সেরা ১ হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়, যাদের মধ্যে সেরা ২০ জন জাতীয় পর্যায়ের ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়। সেই হিসেবে গ্র্যান্ড ফিনালেতে মোট ১০০ জন প্রতিযোগী অংশ নেয়।
শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে সহায়ক এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে গত ১৬ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ৩ লাখ টাকার বৃত্তি তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার গণ্ডি পেরিয়ে ব্যবহারিক জ্ঞান এবং অভিযোজন ক্ষমতা বাড়ানোর সুযোগ পেয়েছে।
শিশু মনকে দৈনন্দিন পড়াশোনার গণ্ডির বাইরে গিয়ে গুরুত্বপূর্ণ জীবনসংক্রান্ত দক্ষতা অর্জন করতে অনুপ্রাণিত করে এমন আয়োজন। তাই আমরা আশা করি, আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। আর চাইলে তোমরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। এর জন্য চোখ-কান খোলা রাখতে হবে। আর খেতে হবে হরলিক্স! n 
গ্রন্থনা :: আশিক মুস্তাফা
 

আরও পড়ুন

×