ছড়া কবিতা

.
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫ | ০০:০১
শাহরিয়ার শাহাদাত
আম্মু তুমি
ছোট্ট আমার জীবন জুড়ে
আম্মু তুমিই সব
মায়ার বাঁধন মিষ্টি আদর
সরল অনুভব।
আমি হবো– আলোর পাখি
উড়ব ডানা মেলে,
রবীন্দ্রনাথ ‘বীরপুরুষ’-এর
দুরন্ত সেই ছেলে।
আম্মু তোমার শীতল ছোঁয়া
তুষার হয়ে ঝরে,
চোখের কোণে স্বপ্ন নিয়ে
ছুটছি গ্রহান্তরে।
আম্মু তুমি সাহসী ফুল
আমার কচি বুকে,
ভয় করে জয় ছুটব আমি
কে আমাকে রুখে !
সরদার আবুর হাসান
মেঘ করেছে
মেঘ করেছে
বৃষ্টি হবে
ফিরছি ঘরে তাই
হঠাৎ দেখি ঘরটা আঁধার
বিজলি বাতি নাই।
আঁধার রাতে যায় না চলা
কী আর করি বলো
পরীক্ষা তাই
দুচোখজুড়ে
অশ্রু টলোমলো।
বিজলিও নেই
নেই কেরোসিন
হয় না কোনো পড়া
পরীক্ষাতে
গোল্লা পেয়ে
চক্ষু ছানাবড়া।
- বিষয় :
- কবিতা