দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪ | ২০:৫৫
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪১ জন। এতে করে এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৯ জনে। ফলে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা এ নিয়ে তৃতীয়বারের মত এক লাখ ছাড়াল।
এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
চলতি বছরের আগস্টের পর থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। ২০ অগাস্ট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়ায়। ২৪ সেপ্টেম্বর ভর্তি রোগীর সংখ্যা ছাড়ায় ২৫ হাজার। প্রায় এক মাস পর ২১ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়ায়। পরের ৫০ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয় শেষ দুই মাসে। এ সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে।