ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইউক্রেনের সদস্যপদ নিয়ে শিগগির আলোচনা করবে ইইউ

ইউক্রেনের সদস্যপদ নিয়ে শিগগির আলোচনা করবে ইইউ

চার্লস মিশেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২২ | ০৯:০৬ | আপডেট: ০৭ মার্চ ২০২২ | ০৯:০৬

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের বিষয়ে ইউক্রেনের করা আবেদন নিয়ে শিগগির আলোচনা করবেন ইইউ নেতারা। ইউরোপীয়ান কাউন্সিলের চেয়ারম্যান চার্লস মিশেল আজ সোমবার এক টুইট বার্তায় এ তথ্য জানান বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

তিনি বলেন, 'ইইউ রাশিয়ার আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক দুর্ভোগ লাঘব এবং পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। ইউক্রেনের জন্য ইইউ'র সংহতি, বন্ধুত্ব ও অভূতপূর্ব সহায়তা অটুট আছে। আমরা আগামীতে ইউক্রেনের সদস্যপদ আবেদন বিষয়ে আলোচনা করব।'

এ ছাড়া, উক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিশেলের সঙ্গে তার ফোনালাপ নিয়ে টুইট করেছেন।

তিনি বলেছেন, 'পরমাণু স্থাপনার হুমকি, বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর গোলাগুলি নিয়ে আলোচনা হয়েছে আমাদের। আমাদের এটা বন্ধ করতে হবে। ইইউতে ইউক্রেনের সদস্যপদের বিষয়টি তুলেছি আমি। ইউক্রেনের জনগণের এটা প্রাপ্য। রাশিয়াকে থামান।'

আরও পড়ুন

×