ইউক্রেনের হয়ে যুদ্ধে নাম লেখালেন ভারতীয় শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২২ | ০৮:১৫ | আপডেট: ০৯ মার্চ ২০২২ | ০৮:১৫
ইউক্রেনের খারকিভে ভারতের বহু শিক্ষার্থী আটকে পড়েছেন এমন সংবাদ পাওয়া গিয়েছিল আগেই। তারা সেখানে কষ্টে নোংরা বাংকারে দিনাতিপাত করছেন। তবে সে খারকিভ থেকেই এলো ভিন্ন খবর। ইউক্রেনের হয়ে সেখানে এক ভারতীয় শিক্ষার্থী যোগ দিয়েছেন যুদ্ধে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
যুদ্ধে ইউক্রেনের হয়ে নাম লেখানো ভারতীয় শিক্ষার্থীর নাম সৈনিকেশ। তার বয়স ২১। ২০১৮ সালে খারিকিভে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে গিয়েছিলেন তামিলনাড়ুর এ যুবক।
খারকিভে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণের পর সৈনিকেশের পরিবার তাকে দেশে ফিরে আসার অনুরোধ করে। এ সময় সৈনিকেশ পরিবারের অনুরোধ প্রত্যাখ্যান করে যোগ দেন ইউক্রেনের প্যারামিলিটারি ফোর্সে।
ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে এ তথ্য জানার পর অত্যন্ত বিরক্ত সৈনিকেশের পরিবার। এমনকি তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি নন।
সৈনিকেশের এক আত্মীয় ‘বিবিসি তামিল’কে বলেন, সে সবসময় সেনা সদস্য হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি। কেননা, ভারতীয় সেনাবাহিনীতে আবেদনের যোগ্যতা হিসেবে যতটুকু উচ্চতা চাওয়া হয় তা তার ছিল না। আমরা সব আত্মীয় চাই, সে নিরাপদে দেশে ফিরুক।
ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা এখনও সৈনিকেশের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।