সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন শাহবাজ শরীফ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২ | ২১:৪৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২২ | ২১:৪৯
পাকিস্তানের সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়িয়ে ২৫ হাজার রূপি করার ঘোষণা দিয়েছে দেশটির নতুন প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। ১ এপ্রিল থেকেই এ ন্যূনতম বেতন কার্যকর হবে বলে ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে গত শনিবার রাতে প্রধানমন্ত্রীর পদ হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
পরে সোমবার পার্লামেন্টের বিরোধী দলের যৌথ প্রার্থী শাহবাজ শরীফ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
অ্যাসেম্বলিতে প্রথম বক্তৃতায় শাহবাজ বলেন, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে।