দাদির শেষ বিদায়ে ফের একসঙ্গে উইলিয়াম-হ্যারি

ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৪৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ০৩:০৭
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তাঁর দুই নাতি প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি এবং তাঁদের স্ত্রী কেট মিডলটন ও মেগান মার্কেল আবার একত্র হয়েছেন।
দাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে উইন্ডসর ক্যাসলের গেটের সামনে জনসাধারণ যে জায়গায় ফুল দিচ্ছে, সে এলাকাটি শনিবার তাঁরা একসঙ্গে ঘুরে দেখেছেন। এ সময় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। খবর এএফপির।
স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ। রানীর মৃত্যুতে ব্রিটেনে ১০ দিনের জাতীয় শোক শুরু হয়েছে। শোকের দ্বিতীয় দিন উইলিয়াম-কেট ও হ্যারি-মেগানকে একসঙ্গে দেখা গেছে।
এদিন তাঁদের কালো রঙের পোশাকে দেখা যায়। তবে উপস্থিত জনতার সঙ্গে তাঁদের আলাদা করে কথা বলতে ও হাত মেলাতে দেখা গেছে।
এর আগে ২০২০ সালে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে কমনওয়েলথ ডে সার্ভিসে এ দুই দম্পতিকে সবশেষ একসঙ্গে দেখা গিয়েছিল। এর কিছুদিন পরই রাজ দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন হ্যারি।
২০১৮ সালে উইন্ডসরে ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন প্রিন্স হ্যারির সঙ্গে আমেরিকান টেলিভিশন অভিনেত্রী মেগানের বিয়ে হয়। এক সময় মনে করা হচ্ছিল- উইলিয়াম, হ্যারি, কেট ও মেগান একসঙ্গে হয়ে তরুণ প্রজন্মের কাছে রাজতন্ত্রের আবেদন ধরে রাখবেন। তবে হ্যারির বিয়ের কিছুদিন পর থেকেই দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের তিক্ততার খবর সামনে আসতে থাকে।