ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সু চির বিরুদ্ধে দুর্নীতির ৫ অভিযোগই প্রমাণিত, ৭ বছর কারাদণ্ড

সু চির বিরুদ্ধে দুর্নীতির ৫ অভিযোগই প্রমাণিত, ৭ বছর কারাদণ্ড

মিয়ানমারের গণতন্ত্রপন্থি দল এনএলডির নেত্রী অং সান সু চি। ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২ | ০৬:০৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ | ০৬:২৯

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আনা দুর্নীতির মামলায় পাঁচ অভিযোগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে জান্তাশাসিত দেশটির আদালত। আজ শুক্রবার আদালত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আজ শুক্রবার অং সান সু চির বিরুদ্ধে করা মামলার শেষ রায়ের দিন ধার্য ছিল। সে মোতাবেক আজ আদালত রুদ্ধদার এজলাসে কারাবন্দি নেত্রীর সাত বছরের কারাদণ্ড দিয়েছে। স্পর্শকাতর বিষয় হওয়ায় আদালত সূত্রটির নামপরিচয় গোপন রেখেছে রয়টার্স।

এর আগে বেশকিছু মামলার রায়ে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয় অং সান সু চিকে। এবারের সর্বশেষ রায়ে তাঁকে আরও সাত বছর কারাদণ্ড দেওয়া হলো। তবে এ বিষয়ে কথা বলতে চাইলে মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র তাৎক্ষনিক কোনো মন্তব্য করেননি।

শান্তিতে নোবেলজয়ী ৭৭ বছর বয়সী নেত্রী অং সান সু চিকে গত বছরের ১ ফেব্রুয়ারি বন্দি করে দেশটির সামরিক বাহিনী। সেদিনই জনগণের ভোটে নির্বাচিত সরকারকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকেই বন্দি জীবনযাপন করছেন সু চি।

আরও পড়ুন

×