অমর্ত্য সেনকে হেনস্তার প্রতিবাদে রাষ্ট্রপতিকে বিশ্বের বিশিষ্টজনদের চিঠি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৩ | ১৯:৩৫ | আপডেট: ১১ জুন ২০২৩ | ১৯:৪৩
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে হেনস্তার প্রতিবাদে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন বিশ্বের বিশিষ্টজনেরা। চিঠিতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ‘অনৈতিক’ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
চিঠিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের নোবেলজয়ী অর্থনীতিবিদ জর্জ আর্থার আকেরলফসহ ৩০০ জন অধ্যাপক, শিক্ষাবিদ এবং বিশ্বের নামি-দামি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে অমর্ত্যের বিবাদ দীর্ঘ দিনের। সম্প্রতি শান্তিনিকেতনে নোবেলজয়ীর বাড়ি ‘প্রতীচী’তে উচ্ছেদ নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, নোটিশ লাগিয়েছেন বিশ্বভারতীর সম্পত্তি বিভাগের কর্মকর্তারা। বর্তমানে ‘প্রতীচী’র জমি সংক্রান্ত মামলা সিউড়ি আদালতে বিচারাধীন। মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ জুন।
চিঠিতে রাষ্ট্রপতিকে বিশিষ্টজনেরা বলেন, ভারত সরকারের সঙ্গে অমর্ত্যের মতাদর্শগত পার্থক্য রয়েছে। সেই সুযোগে বিজেপি সরকারকে তুষ্ট করার জন্য অমর্ত্যকে হেনস্তা করছেন বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে উপাচার্যকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করছি।
ওই চিঠিতে আরও সই করেছেন নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শান্তিনিকেতনের প্রাক্তন শিক্ষার্থী ও রাজনীতিকেরা। এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি, আমহার্স্টের ইমেরিটাস অধ্যাপক জেমস কে বয়েস, ইউনিভার্সিটি অব আলাবামা, হান্টসভিলের অধ্যাপক অ্যান্থনি ডি’ কস্টা, জেনেভার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক জেনিন রজার্স, ইংল্যান্ডের ডুরহাম ইউনিভার্সিটির বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক বিভাস সাহা, ইউনিভার্সিটি অব এডিনবরার স্কুল অব সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সেসের ফেলো অনিশ কুমার। এছাড়া দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক প্রভাত পট্টনায়েক, অধ্যাপক অলকা আচার্য, কলকাতার ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক অভিজিৎ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর সুপ্রিয় ঠাকুর ও তৃণমূলের এমপি (রাজ্যসভা) জহর শংকর চিঠিতে সই করেন।
- বিষয় :
- অমর্ত্য সেন
- রাষ্ট্রপতি
- বিশিষ্টজন
- বিশ্বভারতী