ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুকে নিয়ে ড. আতিউর রহমানের লেখা বই প্রকাশ পেল কলকাতায়

রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুকে নিয়ে ড. আতিউর রহমানের লেখা বই প্রকাশ পেল কলকাতায়

ছবি: সমকাল

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৩ | ১৬:৫৩ | আপডেট: ১২ জুন ২০২৩ | ১৬:৫৩

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তথা বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. আতিউর রহমানের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বই প্রকাশ পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। দুই সর্বশ্রেষ্ঠ বাঙালি- রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনন্য কাজের জন্য পরিচিত তিনি। ইংরেজি ভাষায় লেখা বইটির নাম ‘টুয়ার্ডস গোল্ডেন বেঙ্গল থটস অব টেগর অ্যান্ড বঙ্গবন্ধু অন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’। বইটি প্রকশ করেছে জার্নিম্যান।

বইয়ে যেমন উঠে এসেছে শিক্ষা, পরিবেশ এবং কৃষকদের শিল্প ও সংস্কৃতির বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা, সক্রিয় সমাজ এবং আজকের বাংলাদেশ সম্পর্কে ঠাকুরের চিন্তাধারা। তেমন উঠে এসেছে সোনার বাংলার দিকে বঙ্গবন্ধুর যাত্রা, বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং তাঁর রাজনৈতিক প্রচারণার মূলে অর্থনৈতিক বৈষম্য, জনগণের ভালবাসা এবং বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে তার চিন্তাধারা, নারীর ক্ষমতায়নের জন্য তার অদম্য সমর্থন, নান্দনিক নেতৃত্ব-সহ বঙ্গবন্ধুর নির্দেশনায় বাংলাদেশের সমৃদ্ধির দিকে হাঁটা পথগুলো।

সোমবার (১২ জুন) কলকাতা প্রেসক্লাবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রেস শাখার প্রথম সচিব রঞ্জন সেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. পবিত্র সরকার, অধ্যাপক মানসী ঘোষ এবং কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাসিস সুর।

ড. আতিউর রহমান ইংরেজি ও বাংলায় ৭০টিরও বেশি বই লিখেছেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর অসংখ্য গবেষণাপত্র প্রকাশ পেয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে, তিনি জাতির পিতার জীবন এবং তাঁর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন দর্শন নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন।

আরও পড়ুন

×