ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হিজাব খুলে প্রতিবাদ: ইরানি দাবাড়ু পেলেন স্পেনের নাগরিকত্ব

হিজাব খুলে প্রতিবাদ: ইরানি দাবাড়ু পেলেন স্পেনের নাগরিকত্ব

হিজাব না পরেই দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সারা খাদেম - রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ১৩:৩২ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ | ১৩:৩২

কুর্দি তরুণী মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদে হিজাব না পরেই বিদেশে দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ইরানের নারী দাবাড়ু সারা খাদেম। সে কারণে তাঁর বিরুদ্ধে দেশে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এর পর স্পেনে চলে যান সারা। এবার তিনি পেলেন স্পেনের নাগরিকত্ব।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সারা খাদেমকে নাগরিকত্ব দিয়ে স্পেনে একটি সরকারি গেজেট প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে’ মঙ্গলবার স্পেনের মন্ত্রিসভা সারা খাদেমকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। 

২৬ বছর বয়সী এই দাবাড়ুর পুরো নাম সারাসাদাত খাদেমালশারিয়েহ। তিনি গত বছর ডিসেম্বরে কাজাখস্তানে অনুষ্ঠিত এফআইডিই ওয়ার্ল্ড র‍্যাপিড এবং ব্লিৎজ চেজ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সময় হিজাব পরেননি। 

ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। এমনকি দেশটির নারী ক্রীড়াবিদদেরও হিজাব মাথায় রেখেই খেলাধুলায় অংশ নিতে হয়।

বিধি মেনে হিজাব না পরার অভিযোগে গত বছরের ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে ইরানের নৈতিক পুলিশ। পরে পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। নির্যাতনে মাহসার মৃত্যু হয়েছে দাবি করে সে সময় রাস্তায় নেমে আসে ইরানের মানুষ। এ মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ইরানজুড়ে ছড়িয়ে পড়লে দমন-পীড়ন জোরদার করে ইরানি কর্তৃপক্ষ। এতে অন্তত ২০০ ইরানি নিহত হয় বলে কর্তৃপক্ষ স্বীকার করেছে। মানবাধিকার সংগঠনের হিসাবে এ সংখ্যা দ্বিগুণ।

আরও পড়ুন

×