ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভারতে ঘরে ঢুকে গুলি করে সাংবাদিক হত্যা

ভারতে ঘরে ঢুকে গুলি করে সাংবাদিক হত্যা

বিমল যাদব। ফাইল ছবি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩ | ১৩:৪৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩ | ১৩:৪৪

ভারতের বিহারের আরাবিয়ার জেলায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা শুক্রবার ভোর ৫টার দিকে সাংবাদিক বিমল যাদবের বাড়িতে এসে ডাকাডাকি করে। দরজা খোলার পর দুষ্কৃতিকারীরা ঘরে ঢুকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সাংবাদিকের মৃত্যু হয়। নিহত বিমল যাদব ভারতের প্রথম সারির প্রভাবশালী হিন্দি পত্রিকা দৈনিক জাগরণে কাজ করতেন। তবে খুনের কারণ নিয়ে পুলিশের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার সকালের দিকে আড়ারিয়া জেলার রানীগঞ্জ বাজার এলাকায় তার বাড়িতে হামলা চালায় চারজন দুর্বৃত্ত। একসময় তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাংবাদিকের।

স্থানীয়রা জানায়, দুই বছর আগেই বিমলের ছোট ভাই শশীভূষণ যাদব ওরফে গাব্বু যাদবকেও ঠিক একইভাবে খুন করেছিল দুর্বৃত্তরা। ওই ঘটনার মূল প্রত্যক্ষদর্শী ছিলেন বিমল। স্বাভাবিকভাবেই তাকে সরিয়ে দেওয়াই ছিল দুর্বৃত্তদের মূল টার্গেট।

অন্যদিকে সাংবাদিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে আড়ারিয়া ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি অমরেন্দ্র সিং বলেন, ‘মনে করা হচ্ছে এলাকার কোনো খবরকে কেন্দ্র করে কোনো মহলের স্বার্থে ঘা লাগার কারণেই এই হত্যাকাণ্ড। সাত সকালে যেভাবে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে তা খুবই মর্মান্তিক ও এই ঘটনায় পুলিশি ব্যবস্থার কঙ্কাল চেহারা সামনে বেরিয়ে চলে এসেছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ওই সাংবাদিককে হুমকিও দেওয়া হয়েছিল। এই বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। বিহারে এর আগেও সাংবাদিক হত্যার বিভিন্ন ঘটনা সামনে এসেছে।’

আরও পড়ুন

×