ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সৌদি সীমান্তরক্ষীদের গুলিতে শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিহত: রিপোর্ট

সৌদি সীমান্তরক্ষীদের গুলিতে শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিহত: রিপোর্ট

ইথিওপিয়ান অভিবাসীরা বলছেন, ইয়েমেন থেকে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করলে তাদের গুলি করা হয়। ছবি: বিবিসি থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ | ০৪:৫৭ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ০৪:৫৯

ইয়েমেন সীমান্তে কয়েকশ অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে সৌদি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) নতুন এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি আরবে যাওয়ার চেষ্টাকালে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই ইথিওপিয়ান।

অভিবাসীরা বিবিসিকে জানান, গুলির আঘাতে অনেকের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।

এইচআরডব্লিউকে তারা জানান, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের উত্তর সীমান্তে সৌদি পুলিশ ও সৈন্যরা অভিবাসনপ্রত্যাশীদের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়েছে। এছাড়া বিস্ফোরক অস্ত্র দিয়েও আঘাত করেছে। 

সৌদি সরকার বলছে, তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখছে। তবে হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত বা বড় আকারের ছিল- জাতিসংঘের এমন মতকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দেশটি। এর আগেও সৌদি আরব পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছিল।

আরও পড়ুন

×