ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পারমাণবিক সাবমেরিন তৈরি করল উত্তর কোরিয়া

পারমাণবিক সাবমেরিন তৈরি করল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৫৯ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৫৯

প্রথমবারের মতো ‘কৌশলগত পারমাণবিক হামলায় সক্ষম’ সাবমেরিন তৈরির দাবি করেছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমায় টহলরত নৌবহরে এটিকে যুক্ত করা হয়েছে। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স

উত্তর কোরিয়ার একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম অনুসারে এর নাম রাখা হয়েছে, হিরো কিম কুন ওক। সাবমেরিনটির নম্বর ৮৪১।

বুধবার সাবমেরিনটি উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানান, এটি হবে উত্তর কোরিয়ার নৌবাহিনীর ‘পানির নিচে আক্রমণের হাতিয়ার।’ স্থল বাহিনীকে উন্নত এবং ভবিষ্যতে নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করতে কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×