ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইসরায়েল থেকে সৌদি আরব যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ইসরায়েল থেকে সৌদি আরব যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক (বায়ে) ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ | ১২:২৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ১২:২৭

ইসরায়েল সফর শেষে সৌদি আরবে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সৌদি গিয়ে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর: আলজাজিরা’র

ঋষি সুনাকের মুখপাত্র সৌদি আরবকে আঞ্চলিক অংশীদার হিসেবে আখ্যায়িত করে সংবাদমাধ্যমকে বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী দুপুরের শেষভাগে তেল আবিব ছেড়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন। সেখানে গিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাক্ষাৎ করবেন ঋষি সুনাক।

বৃহস্পতিবার ইসরায়েল সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর আগে গতকাল বুধবার ইসরায়েল সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমা মিত্র দুই দেশের রাষ্ট্রপ্রধান ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করতেই দেশটিতে সশরীরে গেছেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

×