কলকাতার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা

হরিদেবপুর ৪১ পল্লীর পূজামণ্ডপ
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ১৩:৪৫ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ১৪:১০
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুক্রবার থেকে শুরু হয়েছে। উৎসবের উন্মাদনায় মাতোয়ারা কলকাতা। উত্তর থেকে দক্ষিণে মানুষের ভিড়। টালা প্রত্যয় থেকে হাতিবাগান, সুরুচি থেকে বালিগঞ্জ কালচারাল, সব জায়গায় পুজোমণ্ডপের বাইরে মানুষের ঢল।
কোথাও থিম, তো কোথাও সাবেকিয়ানাকে ভর করেই পূজার আয়োজন। বরাবরই কলকাতার প্রতিমার প্রতি মানুষের আগ্রহ থাকে চরমে। আর এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা। -









- বিষয় :
- ভারত
- কলকাতা
- দুর্গা পূজা
- উপচে পড়া ভিড়
- প্রতিমা