ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হামাস-ইসরায়েল যুদ্ধে নিহত ৪২ সাংবাদিক: সিপিজে

হামাস-ইসরায়েল যুদ্ধে নিহত ৪২ সাংবাদিক: সিপিজে

ছবি- সিপিজের ওয়েবসাইট থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩ | ১২:৩৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ | ১২:৫৭

৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলার পর থেকে এ পর্যন্ত ৪২ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত তিন দশক ধরে কাজ করা এই সংগঠনটি বলছে, এত কম সময়ে এত বেশি সাংবাদিক মৃত্যুর নজির আর নেই।  

প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। গাজা ও পশ্চিম তীরে ১১ হাজার ৭০ জন এবং ইসরায়েলে ১২০০ নাগরিক নিহত হয়েছে। তাদের মধ্যে  ৪২ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।  তাদের মধ্যে ৩৭ জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি, একজন লেবাননের নাগরিক। এই যুদ্ধে আরও ৯ জন সাংবাদিক আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন তিনজন। আর ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, যুদ্ধের খবর সংগ্রহে নিয়োজিত সাংবাদিকরা নানা ধরনের হামলা ও হুমকি ও বাধার সম্মুখীন হচ্ছেন। কারও কারও পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন।

গাজা শহরের সাংবাদিকরা বর্তমানে খুবই ঝুঁকির সম্মুখীন। কারণ তারা গাজা সিটিতে ইসরায়েলের স্থল ও বিমান হামলা, বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা ও ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখে সংঘাতের সংবাদ সংগ্রহের চেষ্টা করছেন।

আরও পড়ুন

×