ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিধানসভা নির্বাচন 

জম্মু-কাশ্মীরে প্রথম দফার ভোট বুধবার

জম্মু-কাশ্মীরে প্রথম দফার ভোট বুধবার

উপত্যকায় অগ্নিপরীক্ষার মুখোমুখী হচ্ছে বিজেপি, কংগ্রেস, পিডিপি, ন্যাশনাল কনফারেন্সের মতো দলগুলো। ছবি- সংগৃহীত

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২২:০৬

দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে আগামীকাল বুধবার। সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম উপত্যকায় অগ্নিপরীক্ষার মুখোমুখী হচ্ছে বিজেপি, কংগ্রেস, পিডিপি, ন্যাশনাল কনফারেন্সের মতো দলগুলো। জম্মু ও কাশ্মীরের ৯০টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ভোট হতে চলেছে ২৪টি আসনে।

জম্মুর চন্দ্রভাগা উপত্যকার তিন জেলা ডোডা, কিস্তওয়ার ও রামবানের ৮টি বিধানসভা আসনে ও দক্ষিণ কাশ্মীরের চার জেলা পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি আসনে ভোট গ্রহণ হবে বুধবার। ভাগ্য পরীক্ষা হবে মোট ২১৯ জন প্রার্থীর। প্রথম দফায় মোট ভোটার ২৩ লাখ ২৭ হাজার ৫৮০ জন। নির্বাচনের কারণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মীরকে। সীমান্ত অঞ্চলে অতিরিক্ত নজরদারি চলছে। বুথের সামনে থাকছে তিন স্তর নিরাপত্তাবলয়। প্রথম দফায় হাইপ্রোফাইল কেন্দ্র হিসেবে নজরে থাকবে পুলওয়ামা ও কুপওয়ারা জেলার ল্যাংগেট বিধানসভা কেন্দ্রগুলো।
 
সদ্য সমাপ্ত ভারতের জাতীয় লোকসভা নির্বাচনের পর এই প্রথম দেশটিতে কোনো বড় মাপে নির্বাচন হতে চলেছে। বিজেপির কাছে এ নির্বাচন পুরোপুরি মর্যাদা রক্ষার। লোকসভা ভোটে ৪০০ পারের স্লোগান তুলে ২৪০-এ আটকে যাওয়া বিজেপির কাছে এই ভোটে প্রত্যাবর্তনেরও। তবে নির্বাচনে স্থানীয় দলগুলোর বিরুদ্ধে বিজেপিকে লড়তে হচ্ছে কার্যতে একাই। জোটসঙ্গী মেহবুবা মুফতির পিডিপির সঙ্গে জোট সম্ভাবনা ভেস্তে যাওয়ায় বিজেপি একাই লড়ছে ৯০টি আসনে।

অন্যদিকে, লোকসভা নির্বাচনে কংগ্রেসের সম্মানজনক রাজনৈতিক পুনরুত্থানের পর জম্মু-কাশ্মীরের নির্বাচনকে দলটির কাছে দেখা হচ্ছে ভাগ্য পরীক্ষার বড় মঞ্চ হিসেবে। ফারুক আবদুল্লার এনসি-র সঙ্গে জোট গড়ে লড়ে কংগ্রেস যদি জম্মু-কাশ্মীরে ক্ষমতায় আসতে পারে তাহলে দেশের রাজনীতিতে রাহুল গান্ধী নিজের অবস্থান আরও পোক্ত করবেন।

আরও পড়ুন

×