এক জয়ে যত রেকর্ড গড়লেন ট্রাম্প

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪ | ১৮:৪৩ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ | ১৯:০৫
ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আলাস্কা এবং উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ ইলেকটোরাল কলেজ ভোট জিতে ডোনাল্ড ট্রাম্পের মোট কলেজ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ তে।
অন্যদিকে, কমলা হ্যারিস নিউ হ্যাম্পশায়ার জিতেছেন। এর ফলে তিনি ২২৩ কলেজ ভোট পেয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ট্রাম্প শুধু জেতেনইনি, এক জয়ে গড়েছেন তিন রেকর্ড।
যেসব রেকর্ড গড়লেন ট্রাম্প
৪ বছর ধরে হোয়াইট হাউসের চাবি হাতছাড়া থাকার পর ট্রাম্প তা পুনরুদ্ধার করলেন। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে তিনি গ্রোভার ক্লিভল্যান্ডের পর দ্বিতীয় প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড গড়লেন। যিনি মেয়াদ শেষে নির্বাচনে হেরে গিয়ে চার বছর পর ফের জয়ী হন। ক্লিভল্যান্ড পরাজিত হওয়ার পর ফের নির্বাচিত হয়েছিলেন। পরপর নয় বরং দুটি ভিন্ন মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড প্রথমবারের মতো এমন অনন্য সফলতা দেখিয়েছিলেন ১৮৯৩ সালের নির্বাচনে জয়লাভ করে। ১৩১ বছরের আগেকার সেই অনবদ্য রেকর্ড ভাঙার সুযোগ হাতিয়ে নিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
শুধু তাই নয় এই নির্বাচনে জেতার মাধ্যমে তিনি গড়েছেন নতুন এক ইতিহাস। হোয়াইট হাউস জয়ী প্রথম দোষী সাব্যস্ত অপরাধী ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ৭৮ বছর বয়সে নির্বাচিত সবচেয়ে বয়স্ক ব্যক্তিও তিনি।
একইসঙ্গে ট্রাম্প কমলা হ্যারিসের মতো এমন একজন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন যিনি একজন ডেমোক্র্যাট নারী হিসেবে, একজন প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাস ভাঙতে চেয়েছিলেন। হতে চেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের রাষ্ট্রপতি।
এমন এক সময় ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন যখন ডেমোক্রেটরা তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যা দেয়। এমনকি তার প্রতিপক্ষ, ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার নিজের কিছু প্রাক্তন হোয়াইট হাউস কর্মকর্তাদের দ্বারা তিনি ফ্যাসিবাদী বলে চিহ্নিত হয়েছিলেন।