তুরস্কের স্কি রিসোর্টে আগুন, নিহত অন্তত ৬৬

ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ২১:৪১
তুরস্কে বোলুতে একটি স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গ্রান্ড কার্তাল হোটেল নামের ১২ তলা ওই আবাসিক হোটেলে আগুন লাগে। খবর বিবিসির
জানা গেছে, বছরের এই ব্যস্ত সময়ে হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন।
তুরস্কের গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেকে জানালা থেকে বিছানার চাদর বা কাপড় ঝুলিয়ে ভবনের আগুন থেকে পালানোর চেষ্টা করছেন।
বোলু গভর্নর আবদুল্লাআজিজ আয়দিন বলেন, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে চারতলায় হোটেলের রেস্তোরা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে সেটি ওপরের তলাগুলোয় ছড়িয়ে পড়ে।
হোটেলের কক্ষগুলো আরও অতিথি আটকে আছে কিনা, এখন তার অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।