কেনেডি হত্যার নথিতে সিআইএর গোপন তথ্য

ছবি: নিউ ইয়র্ক টাইমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫ | ২২:৪৭
ট্রাম্প প্রশাসন গত মঙ্গলবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যার সঙ্গে সম্পর্কিত ২ হাজারের বেশি নতুন নথি প্রকাশ করেছে।
প্রকাশের আগে দারুণ হইচই হলেও, পরে দেখা গেছে এসব নথি জেএফকে হত্যাকাণ্ডের তদন্ত করা ওয়ারেন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তন করার মতো নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য দেয়নি। এটি কেবল সিআইএর গোপন কার্যক্রম সম্পর্কে নতুন কিছু তথ্য প্রকাশ করেছে।
নথি পর্যালোচনা করে দেখা যায়, কেনেডির হত্যাকারী লি হার্ভে অসওয়াল্ড হত্যাকাণ্ডের আগে মেক্সিকো সিটিতে সোভিয়েত ও কিউবার দূতাবাসে গিয়েছিলেন। ১৯৫৯ সালে সোভিয়েত ইউনিয়নে যাওয়ার পর ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রে ফেরেন তিনি।
তবে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি, অসওয়াল্ডকে নিজেদের এজেন্ট হিসেবে কখনোই স্বীকার করেনি। ২০২৩ সালের গ্যালাপ জরিপ অনুযায়ী, ৬৫ শতাংশ আমেরিকান সরকারিভাবে প্রকাশিত জেএফকে হত্যার ব্যাখ্যা বিশ্বাস করেন না। আলজাজিরা।
- বিষয় :
- মার্কিন প্রেসিডেন্ট
- যুক্তরাষ্ট্র
- নথি