গাজায় গণহত্যার প্রতিবাদ
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফের বিক্ষোভ, শিক্ষার্থী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৫ | ১২:১২ | আপডেট: ০৯ মে ২০২৫ | ১২:১৪
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ায় তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত বছর বড় আকারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কলাম্বিয়ার শিক্ষার্থীরা। তখন তাদের এ বিক্ষোভ সারাবিশ্বের গণমাধ্যমে শিরোনাম হয়। এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে তাদের নানা হেনস্তার মুখে পড়তে হচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্র থেকে নির্বাসনের শিকার হয়েছেন। অনেকের ছাত্রত্ব গেছে।
এ প্রেক্ষাপটে স্থানীয় সময় বুধবার তারা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মূল লাইব্রেরির অংশবিশেষ দখল করে আবারও বিক্ষোভ করলেন। এ সময় নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা ছয়তলা লাইব্রেরি ভবনে অভিযান চালিয়ে ৪০-৫০ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেন। পরে তাদের প্লাস্টিকের দড়ি দিয়ে হাত বেঁধে ভ্যান ও বাসে তুলে নেয় পুলিশ। বাটলার লাইব্রেরি থেকে যারা সরে যেতে অস্বীকার করেন, মূলত তাদেরই গ্রেপ্তার করে পুলিশ।