ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নেপালে ফের বিক্ষোভ

রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নেপালে ফের বিক্ষোভ

বৃহস্পতিবার কাঠমান্ডুতে হাতে পতাকা নিয়ে নানা ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ৩০ মে ২০২৫ | ১৯:১৮

রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে ফের বিক্ষোভ করেছে নেপালের হাজারো মানুষ। এ ছাড়া সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে রাষ্ট্রপ্রধান ও ‘হিন্দু ধর্মকে’ রাষ্ট্রধর্ম ঘোষণা দেওয়ার দাবিও তোলেন তারা। 

বৃহস্পতিবার রাজধানী কাঠমান্ডুতে হাতে পতাকা নিয়ে নানা ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা। এর মাত্র কয়েকশ মিটার দূরে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জমায়েত হন দেশটির প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ অলির সমর্থকরা। 

সংঘর্ষে লিপ্ত হতে পারে– এ আশঙ্কায় পুলিশ তাদের আলাদা রাখে এবং কর্তৃপক্ষ  ভিন্ন সময়ে দুই দলকে সমাবেশ করার অনুমতি দেয়। যতদিন না রাজতন্ত্র ফিরিয়ে আনা হয় এবং রাষ্ট্রধর্ম হিন্দু করা না হয়, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে– এমনটাই বলেছেন বিক্ষোভকারীরা। এএফপি। 
 

আরও পড়ুন

×