ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অনেক মানুষ হারিয়েছি: রণধীর জয়সওয়াল

অনেক মানুষ হারিয়েছি: রণধীর জয়সওয়াল

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৯:২৮

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক সংবাদ সম্মেলনে এই দুর্ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন তিনি।

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘উদ্ধার কার্যক্রম চলছে। সুনির্দিষ্ট তথ্যের জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেক মানুষকে হারিয়েছি। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।’

ভারতের আহমেদাবাদে আবাসিক এলাকায় এয়ার ইনডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের একটি ভবন থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ভবনে আরও অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে আহমেদাবাদের পুলিশ প্রধান বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিমানের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই। বার্তা সংস্থা এপিকে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই জানানো হবে।

রয়টার্সকে অহমদাবাদ পুলিশ জানিয়েছে, শহরের একটি হাসপাতালে অন্তত ১০০টি মরদেহ আনা হয়েছে।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরই দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন।

আরও পড়ুন

×