ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়: উরসুলা ভন

উরসুলা ভন ডার লিয়েন। ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৫ | ১০:২২ | আপডেট: ১৬ জুন ২০২৫ | ১১:১১
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ‘প্রশ্নাতীতভাবে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।’
উরসুলা জানান, তিনি গতকাল রোববার টেলিফোনে আলাপ করার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও এ কথা বলেছেন। এ বিষয়ে তিনি আর নেতানিয়াহু একমত হয়েছেন। খবর বিবিসির
নেতানিয়াহুকে উরসুলা বলেছেন, ইরানকে ঘিরে এখনকার পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনা সবচেয়ে ভালো পন্থা। তবে তিনি নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাননি।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বর্তমানে ধনী দেশগুলোর জোট জি-৭–এর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কানাডায় অবস্থান করছেন। সেখানে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার চলমান হামলার পাশাপাশি ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের দিকেও নজর দেওয়া হবে।
এর আগে উরসুলা ভন ডার লিয়েন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন। কিন্তু এখন তিনি বলছেন, ইরানের জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে অসহযোগিতার অর্থ হলো, ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার রয়েছে’।
ইসরায়েল গত শুক্রবার ভোর রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করে। জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। ইরানের হামলায় ইসরায়েলের ১৮ জন নিহত হয়েছে। অন্যদিকে ইরানের নিহত হয়েছেন ২২৪ জন। পাল্টাপাল্টি এই হামলা চলছে।
- বিষয় :
- ইসরায়েল
- ইরান
- পারমাণবিক অস্ত্র