ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হায়ফার একটি ভবন। ফাইল ছবি: আল জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ০৮:৩৩ | আপডেট: ২৪ জুন ২০২৫ | ০৯:৩০

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এ খবর জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। আইডিএফ জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। খবর আল জাজিরার।

আইডিএফ আরও জানায়, তেল আবিবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। পাশাপাশি জনসাধারণকে সতর্ক বার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইরান বলেছে, ইসরায়েল ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করলে তারা আক্রমণ বন্ধ করবে।

আরও পড়ুন

×