ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইরানে হামলার অভিযোগ

ট্রাম্পকে অভিশংসনের প্রচেষ্টা বাতিল করল মার্কিন কংগ্রেস

পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট

ট্রাম্পকে অভিশংসনের প্রচেষ্টা বাতিল করল মার্কিন কংগ্রেস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ২১:৫০

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক হামলার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগে ট্রাম্পকে অভিশংসনের প্রচেষ্টা সরিয়ে দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ।  

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান আল গ্রিন অভিশংসনের এই প্রস্তাব উত্থাপন করলেও এতে খুব একটা বিতর্ক হয়নি। বরং তাঁর নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক সদস্যও রিপাবলিকানদের সঙ্গে একত্রিত হয়ে অভিশংসনের প্রচেষ্টাটি বাতিলের পক্ষে ভোট দেন।

ভোটাভুটির আগে দেওয়া বক্তব্যে আল গ্রিন বলেন, আমি এটি করছি কারণ, একক কোনো ব্যক্তির হাতে থাকা উচিত নয় ৩০ কোটির বেশি মানুষকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ক্ষমতা, সংযুক্ত রাষ্ট্রের কংগ্রেসকে উপেক্ষা করে। আমি এটি করছি কারণ, আমি বিশ্বাস করি, সংবিধান হয় অর্থবহ হবে, নতুবা তা অর্থহীন হয়ে যাবে।

ভোটে ৩৪৪ জন অভিশংসনের প্রচেষ্টা বাতিলের পক্ষে এবং ৭৯ জন বিপক্ষে ভোট দেন। ডেমোক্র্যাটদের বড় একটি অংশও রিপাবলিকানদের সঙ্গে একাত্ম হয়ে অভিশংসন বাতিলের পক্ষে অবস্থান নেন।
আলজাজিরা জানায়, মার্কিন কংগ্রেসের কাছে লেখা এক চিঠিতে ইরানে হামলার পক্ষে সাফাই গেয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন বাহিনী যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে, সেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করছিল তেহরান। 

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত ওই চিঠির কপিতে দেখা গেছে, হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার মাইক জনসনের কাছে সোমবার ওই চিঠি লেখা হয়। তিনি লিখেছেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হচ্ছিল।

মার্চে কংগ্রেসে দেওয়া বক্তব্যে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ২০০৩ সালের পর পরমাণু অস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করার কোনো নির্দেশ দেননি। তবে পারমাণবিক অস্ত্রবিহীন হিসেবে দেশটিতে ইউরেনিয়ামের বিশাল ভান্ডার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রয়টার্সকে দেওয়া এক সূত্র অনুযায়ী, এই মূল্যায়ন এখনও অপরিবর্তিত রয়েছে।


 

আরও পড়ুন

×