ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

‘রবীন্দ্রনাথকে আমরা ভয় পাই না, পাবজিকে তোমরা ভয় পাচ্ছ কেন?'

‘রবীন্দ্রনাথকে আমরা ভয় পাই না, পাবজিকে তোমরা ভয় পাচ্ছ কেন?'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০ | ০৯:৩৫ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ | ০৯:৩৮

টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল ভারতে।এছাড়াও বন্ধ হয়েছে বিভিন্ন চীনা অ্যাপের লাইট ভার্সন। এবার নিষিদ্ধ করা হয়েছে পাবজিসহ ১১৮ টি চাইনিজ অ্যাপ। গত বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। 

এ অবস্থায় ভারতের উদ্দেশে চীন বলছে, “আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে ভয় পাই না, তোমরা কেন পাবজিকে ভয় পাচ্ছ?’ 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চেনিং বলেছেন, ‘চীনে তো রবীন্দ্রনাথের কবিতাও বেশ জনপ্রিয়। আমরা কখনও মনে করিনি রবীন্দ্রনাথের কবিতা চীনা সংস্কৃতির ওপর আঘাত। তা হলে ভারত কেন পাবজি গেম নিয়ে এত ভয় পাচ্ছে? এছাড়াও আমাদের দেশে ভারতীয় যোগাও খুব জনপ্রিয়। আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি না।’

১৯২৪ সালে প্রথমবার চীন সফরে যান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও সেই সময় কমিউনিস্ট’ চীনা যুব সমাজ তাকে মেনে নেয়নি। পরবর্তীকালে তার কবিতা চীনাবাসীদের যথেষ্ট আকৃষ্ট করে এবং চীন বর্তমানে প্রকারান্তরে মেনে নিল যে রবীন্দ্রনাথের গুরুত্ব কতখানি। সূত্র: জিনিউজ

আরও পড়ুন

×