ট্রাম্প প্রশাসনের কালোতালিকার আওতায় আরো ২ চীনা প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ০৫:২৩
চীনের কম্পিউটার যন্ত্রাংশ তৈরিকারক শীর্ষ প্রতিষ্ঠান এসএমআইসি ও তেল কোম্পানি সিএনওওসিকে কালোতালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিদায়ী ট্রাম্প প্রশাসন। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ওই প্রতিষ্ঠানদুটোর প্রবেশ বন্ধ হয়ে যাবে।
নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জো বাইডেন হোয়াইট হাউসে ঢোকার মাত্র সপ্তাহ কয়েক আগে এই পদক্ষেপ নেয়া হলো। খবর আল জাজিরা, রয়টার্সের।
চলতি মাসের শুরুতে রয়টার্সের প্রতিবেদনে জানা গিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তর আরো চারটি চীনা সামরিক বাহিনীর মালিকানাধীন প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনতে তৎপরতা শুরু করেছে। এ নিয়ে মোট ৩৫টি চীনা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা বা কালোতালিকার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র।
এই নিষেধাজ্ঞা বা কালো তালিকাভুক্তির খবর ফেডারেল রেজিস্টারে কখন প্রকাশ করা হবে, সে বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। তবে নথি এবং বিভিন্ন সূত্রানুসারে, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন (এসএমআইসি) এবং চায়না ন্যাশনাল অফশোর ওয়েল কোর (সিএনওওসি) ছাড়াও এই তালিকায় চীনা কনস্ট্রাকশন টেকনোলজি কোম্পানি লিমিটেড এবং চীন ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং কোর রয়েছে বলে জানা গেছে। প্রতিরক্ষা অধিদপ্তর অবশ্য রয়টার্সের প্রতিবেদন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিদায়ের আগে ট্রাম্পের এমন পদক্ষেপকে দুইভাবে দেখা হচ্ছে। প্রথমত তিনি তার চীনবিরোধী অবস্থানকে এর মাধ্যমে আরো কট্টরভাবে জানান দিলেন। দ্বিতীয়ত, এর মাধ্যমে আগামী প্রশাসনের জন্য চীনা নীতি মোকাবেলায় আরো জটিলতা তৈরি করে গেলেন।
- বিষয় :
- চীনা প্রতিষ্ঠান
- ট্রাম্প প্রশাসন