ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কৃষক বিক্ষোভে ভারতীয় রেলের ক্ষতি ২৪০০ কোটি রুপি

কৃষক বিক্ষোভে ভারতীয় রেলের ক্ষতি ২৪০০ কোটি রুপি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ০৪:৩৮

কৃষক বিক্ষোভের জেরে বড় লোকসান গুনছে ভারতের রেল বিভাগ। আন্দোলনের কারণে দুটি লাইন সাময়িকভাবে বাতিল করা হয়েছে, মোট যাত্রাপথের অর্ধেক চলছে তিনটি রেল আর সাতটি ট্রেনের চলাচল রুট পরিবর্তন করা হয়েছে। 

দেশটির উত্তর রেলের জেনারেল ম্যানেজার আশুতোষ গাঙ্গাল এ কথা বলেন। তিনি বলেন এতে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এবং রেলবিভাগ লোকসান গুণছে। ক্ষতির পরিমাণ এ পর‌্যন্ত  ২৪০০ কোটি রুপি বলে জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির।

এদিকে ভারতে কৃষক আন্দোলন ক্রমশ বেড়েই চলেছে। সরকারি ভাবে বারকয়েক মিটমাটের চেষ্টা করা হলেও কৃষকরা সরকারি আশ্বাসে সন্তুষ্ট হতে পারছে না। তারা কৃষক আইন পুরোপুরিই বাতিলে দাবিতে অনড় রয়েছে। প্রায় এক মাস ধরেন চলা এ আন্দোলনে বিক্ষুব্ধ কৃষকদের পাশে এসে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতা-কর্মীরাও।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের কথা বলেছেন কৃষক নেতাদের সঙ্গে। ভিডিও কনফারেন্সে তিনি আবারও নতুন কৃষি আইনে ভারতের কৃষকদের লাভ হবে বলে আশ্বস্ত করেন। তাছাড়া কৃষি ক্ষেত্রে বিনিয়োগ আসার ব্যাপারেও নিজের আশার কথা জানিয়েছেন কৃষকদের। তবে কৃষকরা তার আশ্বাসেও সন্তুষ্ট হতে পারছেন না।

মোদি অবশ্য বিক্ষোভের পেছনে বিরোধী দলগুলোর ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন।

আরও পড়ুন

×