ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অদ্ভুত এক সীমান্তবর্তী শহর 'বার্লে'

অদ্ভুত এক সীমান্তবর্তী শহর 'বার্লে'

স্লোভেনিয়া সংবাদদাতা

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১ | ০১:১৮ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ | ০১:৩০

সীমান্ত বলতে চোখের সামনে ভাসে কাঁটাতার কিংবা দেয়াল। তবে এর বাইরেও রয়েছে বিচিত্র সীমান্ত। তেমনি এক সীমান্ত রয়েছে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের সীমান্তবর্তী বার্লে শহরে। কোনো সীমারেখা না থাকায় পুরো শহরকে ভাগ করা হয়েছে দু'দেশের সীমানার মাঝে। এই সীমান্ত এতোই জটিল যে রাস্তা-ঘাট, ঘরবাড়ি ও রেস্তোরাঁ সব কিছু ভাগ করে টানা হয়েছে দু'দেশের সীমানা। 

এই সীমানা চিহ্নিত করার জন্য আঁকা হয়েছে সাদা রঙের ক্রস চিহ্ন এবং টানিয়ে রাখা হয়েছে দুই দেশের পতাকা। দুই দেশেও বার্লে শহরটি পরিচিতি পেয়েছে দুই নামে। নেদারল্যান্ডসের অংশে শহরটি পরিচিতি পেয়েছে বার্লে-নাসাউ নামে, অন্যদিকে বেলজিয়াম অংশে শহরটি পরিচিতি পেয়েছে বার্লে-হারটোগ নামে। 

বার্লে শহরটির ২৬টি আলাদা আলাদা অংশ নিয়ে গঠিত হয়েছে বার্লে-হারটোগ। শহরটির ২৪টি আলাদা আলাদা অংশ নিয়ে গঠিত হয়েছে বার্লে-নাসাউ। বেলজিয়াম অংশে শহরটির মোট আয়তন ২.৮৯ বর্গমাইল, অন্যদিকে নেদারল্যান্ডসের অংশে শহরটির মোট আয়তন ২৯.৪৬ বর্গমাইল। মধ্যযুগে সম্পাদিত হওয়া বিভিন্ন চুক্তি, ভূমি অধিগ্রহণ বা জমি কেনাবেচার কারণে শহরটি এভাবে ব্রেডা এবং ব্রাব্যান্ট এ দুই রাজবংশের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। ১৮৪৩ সালের ম্যাসট্রিখট চুক্তির ফলে শহরটি বর্তমান রূপ ধারণ করে। এর ফলে সমগ্ৰ বার্লে শহর জুড়ে দুটি সিটি কাউন্সিল, দুইটি ক্যাথেড্রাল, দুইটি হাসপাতাল ও দুইটি পুলিশ স্টেশন রয়েছে। 

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে বার্লে শহরটির দূরত্ব ৭৬ মাইল এবং বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে বার্লের দূরত্ব ৬৫ মাইল। ২০১৮ সালে প্রকাশিত জরিপ অনুযায়ী বার্লের বেলজিয়াম অংশে জনসংখ্যা ২ হাজার ৭০৫ জন। অন্যদিকে নেদারল্যান্ডস অংশে জনসংখ্যা ৬ হাজার ৮০৩ জন। 

বর্তমানে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের উভয়ই ইউরোপিয়ান ইউনিয়ন এবং একই সাথে সেনজেনের সদস্যভুক্ত রাষ্ট্র। এছাড়াও গত বছর করোনাভাইরাসের সংক্রমণ রোধে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের মধ্যকার সীমান্ত সংযোগ সামিয়কভাবে বিচ্ছিন্ন রাখা হলেও বার্লের দুই অংশের মাঝে পারস্পরিক যোগাযোগ বন্ধ করা সম্ভব হয়নি। এজন্য এ সময় বাইরে যাতায়াতের ক্ষেত্রে দেশ দুইটির সরকারের পক্ষ থেকে স্থানীয় জনসাধারণের প্রতি নির্দেশনা ছিল সব সময় সাড়ে তিন ফুটের মতো সামাজিক দূরত্ব নিশ্চিত করা। 

আরও পড়ুন

×