ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ৩৭

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ৩৭

দুর্ঘটনাকবলিত বাস-এএনআই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৪:০০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৪:০২

ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাজ্যটির সিধি জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাটনা গ্রামের কাছে একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালের পানিতে পড়ে যায়। এসময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। 

জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট ধর্মভীর সিং জানান, নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, একজন শিশু ও ১৬ জন নারী রয়েছেন।

তিনি জানান, এখন পর্যন্ত অনেকেই নিখোঁজ রয়েছেন। তাদর সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।



আরও পড়ুন

×