ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আফগানিস্তানে দীর্ঘ গৃহযুদ্ধের আশঙ্কা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

আফগানিস্তানে দীর্ঘ গৃহযুদ্ধের আশঙ্কা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২১ | ২২:২২

আফগানিস্তানে একটি দীর্ঘ গৃহযুদ্ধের আশঙ্কা করছেন কাবুলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক এক রাষ্ট্রদূত।

স্থানীয় সময় রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় আফগানিস্তানে দায়িত্ব পালন করা রায়ান ক্রোকার এক অনুষ্ঠানে বলেন, যেসব সেনা সেখানে আছে তাদের ফিরে আসার ব্যাপারে আগে থেকেই কিছু বলা যাচ্ছে না। আফগানিস্তানে একটি দীর্ঘায়িত গৃহযুদ্ধের আশঙ্কা প্রবল।

তিনি বলেন, তালেবান এখন পর্যন্ত রাজধানী কাবুলে বড় ধরনের হামলা শুরু করেনি। ভয় ও আতঙ্কের একটি পরিবেশ সৃষ্টির জন্য তারা যা করছে, তা আংশিকভাবে করছে। তালেবান বিস্ময়করভাবে সফল হচ্ছে।

রায়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যুক্তরাষ্ট্র আফগান যুদ্ধ থেকে বেরিয়ে যাচ্ছে। আফগানিস্তানে আর থাকছে না তারা।

এরই মধ্যে তালেবান আফগানিস্তানের পাঁচটি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে। দেশটিতে তালেবানের অগ্রযাত্রা উদ্বেগজনক পরিস্থিতির জন্ম দিয়েছে।

শুক্রবার আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয় তালেবান। এর পরদিন দখল নেয় জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের।


আরও পড়ুন

×