বারাদার ও সিআইএর পরিচালকের গোপন বৈঠক

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম জে বার্নস ও তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার। ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১ | ০৫:২৩ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ | ০৫:২৩
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম জে বার্নস এবং তালেবান নেতা আবদুল গনি বারাদারের মধ্যে গোপনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার (২৪ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যে কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন, তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক। সোমবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। আফগানিস্তানের রাজধানী কাবুলে হয়েছে এই বৈঠক। কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর সশস্ত্র সংগঠনটির কোনো শীর্ষ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তার এটাই প্রথম বৈঠক।
এ বৈঠকের বিষয়ে সিআইএ কোনো মন্তব্য করেনি। তবে ধারণা করা হচ্ছে, কাবুল থেকে সেনা প্রত্যাহার ও মার্কিন নাগরিকদের প্রত্যাহার বিষয়টি নিয়ে বারাদারের সঙ্গে উইলিয়ামের বৈঠক হয়েছে।
তালেবানের একজন মুখপাত্র বলেন, বারাদার সিআইএ প্রধানের সঙ্গে দেখা করেছেন কিনা সে বিষয়ে তিনি অবগত নন। হোয়াইট হাউস এবং সিআইএ প্রতিনিধি বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।