ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কাবুলে নারী অধিকার আন্দোলনে তালেবানের টিয়ার গ্যাস-লাঠিচার্জ

কাবুলে নারী অধিকার আন্দোলনে তালেবানের টিয়ার গ্যাস-লাঠিচার্জ

কাবুলে নারী অধিকার আদায়ে র‌্যালি করছিলেন কর্মীরা, ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ১০:৫৭ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ১০:৫৮

আফগানিস্তানে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে নারী অধিকার আন্দোলন ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবান। শনিবার দুপুরে কাবুলে এ ঘটনা ঘটে।

নারী অধিকার রক্ষায় প্রেসিডেন্ট প্যালেসের দিকে র‌্যালি করতে চেয়েছিলেন বিক্ষোভকারীরা। এসময় তাদের বাধা দিয়ে বিক্ষিপ্ত করে দেয় তালেবান যোদ্ধারা। খবর আরটির

নারী অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, তালেবান যোদ্ধারা তাদের ওপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছে। এতে তাদের এক নারী আহত হয়েছেন।

বিক্ষোভটির আয়োজক ও কর্মীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তালেবান যোদ্ধারা বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট প্যালেসের দিকে অগ্রসর হতে বাধা সৃষ্টি করে এবং পরে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে র‌্যালিটি ছত্রভঙ্গ করে দেয়।

নারী অধিকার কর্মীরা জানান, র‌্যালি থেকে বেশ কয়েকজন নারীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া এক তালেবান যোদ্ধার আঘাতে এক নারী আহত হয়েছেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ভিডিওতে দেখা গেছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করার পর নারী আন্দোলনকারীরা বারবার কাশছিলেন। এছাড়া তালেবান যোদ্ধাদের সামনে তারা হাত দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের হয়ে কেউ একজন কথা বলছিলেন নারীদের বিক্ষোভ থেকে সরে দাঁড়ানোর জন্য। এ সময় তার লাউডস্পিকার কেড়ে নেন এক নারী কর্মী। সেই দৃশ্য একটি ভিডিওতেও দেখা গেছে। 

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সংবাদমাধ্যমকে বলেন, আয়োজকরা তালেবান সদস্যদের সঙ্গে বিক্ষোভের সমন্বয় করতে ব্যর্থ হয়েছেন। তবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি।

আরও পড়ুন

×