ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখল বিশ্ববাসী

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখল বিশ্ববাসী

শুক্রবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে- এএফপি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১ | ১২:০০

বিশ্ববাসী শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ দেখেছে শুক্রবার। ৫৮০ বছরের পর দেখা পাওয়া প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় নিয়ে থাকা এই চন্দ্রগ্রহণ উত্তর আমেরিকার দেশগুলো থেকে সবচেয়ে ভালো দেখা যায়। তবে পিনামব্রাল পর্যায়ের গ্রহণকে আমলে নিলে গতকালের চন্দ্রগ্রহণের মেয়াদ ছিল ৬ ঘণ্টা।

শেষবার দীর্ঘ মেয়াদে এমন দীর্ঘ সময় ধরে চন্দ্রগ্রহণ হয়েছিল ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি। এরপর আগামী ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি এমন গ্রহণ দেখা যাবে। উত্তর আমেরিকার পাশাপাশি অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও চন্দ্রগ্রহণ ভালো করে দেখা যায়।

বাংলাদেশ সময় দুপুর ১টা ১৯ মিনিটে শুরু হয় আংশিক গ্রহণ, শেষ হয় ৪টা ৪৭ মিনিটে। তবে পিনামব্রাল পর্যায়ের গ্রহণ চলে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত। পিনামব্রাল পর্যায়ে পৃথিবীর প্রচ্ছায়ায় না থেকে উপচ্ছায়ায় (মূল ছায়ার বাইরের অংশটুকুতে) থাকে চাঁদ। বাংলাদেশে বিকেল সোয়া ৫টার আগে-পরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেছে।

সূর্যের আলো চন্দ্রপৃষ্ঠে প্রতিফলিত হয় বলে পৃথিবী থেকে চাঁদ দেখা যায়। তবে চন্দ্রগ্রহণের সময় চাঁদ, পৃথিবী এবং সূর্য একই সরলরেখায় আসে, পৃথিবী থাকে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি। এতে পৃথিবীর ছায়া পড়ে চন্দ্রপৃষ্ঠে। সে ছায়ায় চাঁদের পুরোটা ঢাকা পড়লে বলা হয় পূর্ণ চন্দ্রগ্রহণ, আর অংশবিশেষের ক্ষেত্রে সেটি হয় আংশিক বা খ গ্রাস চন্দ্রগ্রহণ।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, গতকাল চাঁদের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হয়।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদের সহযোগিতায় আলীকদমে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের আয়োজন করে। আকাশ মেঘমুক্ত থাকায় চন্দ্রগ্রহণ পরিস্কার দেখা গেছে বলে তারা জানিয়েছে।

আরও পড়ুন

×