সুদানে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত, গুলিতে নিহত ৪

সুদানে বিক্ষোভ, ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১ | ০৮:৪২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ | ০৮:৪২
সুদানে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। সেই বিক্ষোভ প্রতিহত করতে দেশব্যাপী দমন অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। এরমধ্যে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছেন।
শুক্রবার এ খবর জানিয়েছে সুদানের পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী খার্তুম এবং এর আশপাশের ওমডারমান ও বাহরি শহর থেকে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগোতে থাকলে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ছুড়ে তাদের থামাতে চেষ্টা করে। খবর রয়টার্সের
পরে পুলিশ এক বিবৃতিতে জানায়, ওমডারমানে চারজন নিহত হয়েছেন। এছাড়া দেশজুড়ে চলা বিক্ষোভে আরও ২৯৭ জন বিক্ষোভকারী এবং ৪৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিক্ষোভে অংশ নিয়েছে লাখো মানুষ।
সামরিক শাসক আবদুল ফাত্তাহ আল-বুরহানের এক উপদেষ্টার বরাত দিয়ে আল হাদাথ টিভি জানায়, সামরিক বাহিনী কাউকে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে দেবে না। চলমান বিক্ষোভ দেশের জন্য ক্ষতি। এর মধ্য দিয়ে কোনো রাজনৈতিক সমাধান অর্জন করা যাবে না।
সুদানে বৃহস্পতিবারের বিক্ষোভ ছিল ২৫ অক্টোবরের সেনা অভ্যুত্থানের পর ১১তম বড় বিক্ষোভ। এর আগে বিক্ষোভের জেরে আবদুল্লাহ হামদককে প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করতে বাধ্য হয়েছিল সামরিক সরকার। অবাধ একটি নির্বাচনে যাওয়ার সময়টিতে সেনাবাহিনী সরকারে যেন কোনো ভূমিকা পালন না করে সেটিই চাইছেন বিক্ষোভকারীরা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন টুইটারের এক পোস্টে লেখেন, বিক্ষোভ দমনে এমন প্রাণঘাতী শক্তি প্রয়োগের খবরে তিনি উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র সুদানের স্বাধীনতা, শান্তি এবং ন্যায়বিচারকামী জনগণের পাশে আছে বলেও জানান তিনি।
- বিষয় :
- সুদান
- সেনা অভ্যুত্থান
- বিক্ষোভ